Skip to content
EGuru AcademyEGuru Academy
  • Home
  • All Courses
  • Ebook
0

Currently Empty: 0.00৳ 

Continue shopping

Login
EGuru AcademyEGuru Academy
  • Home
  • All Courses
  • Ebook

রিফান্ড ও বাতিল নীতিমালা (Refund & Cancellation Policy)

eGuru Academy সর্বদা আমাদের শিক্ষার্থীদের সর্বোত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কোর্স রিফান্ডের নিয়মনীতি প্রযোজ্য। নিচে বিস্তারিতভাবে সেই নীতিমালা তুলে ধরা হলো।

লাইভ/ব্যাচভিত্তিক কোর্সের রিফান্ড নীতিমালা

  • কোর্সের মূল লাইভ ক্লাস বা ব্যাচ শুরু হওয়ার আগে কোনো অবস্থাতেই কোর্স ফি (সম্পূর্ণ বা আংশিক) রিফান্ড করা হবে না।
  • যদি কোর্সের মূল লাইভ ক্লাস বা ব্যাচ শুরু হয়ে যায়, তাহলে প্রথম এক (১) সপ্তাহ বা প্রথম মডিউল শেষ না হওয়া পর্যন্ত কোনো রিফান্ড প্রদান করা হবে না।
  • এক (১) সপ্তাহ বা প্রথম মডিউল শেষ হওয়ার পর নির্দিষ্ট শর্তসাপেক্ষে রিফান্ডের আবেদন করা যাবে।
  • রিফান্ড আবেদন করার জন্য মোট ৭ দিন (এক সপ্তাহ) সময় পাওয়া যাবে। এই সময়সীমা অতিক্রম করলে আর কোনো রিফান্ড আবেদন গ্রহণ করা হবে না।
  • আপনি যদি কোনো প্রোমোকোড ব্যবহার না করে ভর্তি হন, তবে সেই ডিসকাউন্টের সমপরিমাণ টাকা রিফান্ডের জন্য দাবি করা যাবে না।

রিফান্ডের আবেদন করতে ইমেইল করুন: support@eguru.it.com

প্রি-রেকর্ডেড / অন-ডিমান্ড কোর্সের রিফান্ড নীতিমালা

আমাদের প্ল্যাটফর্মে বহু প্রি-রেকর্ডেড (অন-ডিমান্ড) কোর্স উপলভ্য। ডিজিটাল কনটেন্টের স্বভাবগত কারণে নিচের নিয়ম প্রযোজ্য হবে:

  • অ্যাক্সেস না করলে কুলিং-অফ: প্রি-রেকর্ডেড কোর্স ক্রয়ের পর যদি আপনি কোনো লesson/ভিডিও প্লে/স্ট্রিম না করেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ডের আবেদন করতে পারবেন।
  • আংশিক ব্যবহার হলে: মোট কনটেন্টের ১০%-এর কম দেখা/ডাউনলোড করা হয়ে থাকলে এবং ক্রয়ের ২৪ ঘণ্টার মধ্যে আবেদন করলে রিফান্ড বিবেচিত হবে।
  • ব্যাপক ব্যবহার হলে নন-রিফান্ডেবল: মোট কনটেন্টের ১০% বা তার বেশি দেখা/ডাউনলোড হলে, সাধারণত রিফান্ড প্রযোজ্য নয়।
  • টেকনিক্যাল অ্যাক্সেস ইস্যু: বৈধ ক্রয়ের পর টেকনিক্যাল কারণে কোর্সে প্রবেশ সম্ভব না হলে (এবং আমাদের সাপোর্ট টিম যুক্তিসংগত সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে) রিফান্ড প্রযোজ্য হতে পারে।
  • ডুপ্লিকেট পেমেন্ট: একই কোর্সে অনিচ্ছাকৃত ডাবল/ডুপ্লিকেট পেমেন্ট হলে যাচাই সাপেক্ষে রিফান্ড দেওয়া হবে।
  • ডাউনলোডেবল অ্যাসেটস: কোর্সের সাথে দেওয়া ডাউনলোডেবল রিসোর্স/ফাইল (যেমন প্রজেক্ট ফাইল, ইবুক, টেমপ্লেট) একবার ডাউনলোড হলে তা সাধারণত নন-রিফান্ডেবল।
  • ফ্রি প্রিভিউ: সিদ্ধান্ত নিতে সুবিধার জন্য নির্বাচিত লেসন ফ্রি প্রিভিউ হিসাবে দেখা যাবে—এটি রিফান্ডের বিকল্প নয়।
  • নোট: ব্যবহারের হার (কতটা কনটেন্ট দেখা হয়েছে) নির্ধারণে আমাদের সিস্টেম লগ/অ্যানালিটিকসকে প্রামাণ্য ধরা হবে।

রিফান্ড পাওয়ার সাধারণ শর্তাবলী

  • শুধুমাত্র কোর্সের সম্পূর্ণ পেমেন্ট সম্পন্ন থাকলে রিফান্ড আবেদন করা যাবে।
  • রিফান্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই যৌক্তিক কারণ প্রদর্শন করতে হবে।
  • শুধুমাত্র eGuru Academy-এর পক্ষ থেকে কোনো সার্ভিসজনিত সমস্যা হলে (যেমন: প্রতিশ্রুত কনটেন্ট/ফিচার না পাওয়া) রিফান্ড বিবেচনা করা হবে।

রিফান্ড প্রক্রিয়া ও সময়সীমা

  • রিফান্ড আবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে।
  • আবেদন বৈধ হলে যাচাই সম্পন্ন হওয়ার পর সাধারণত ১৪–২১ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।
  • রিফান্ড মূলত একই পেমেন্ট মেথডে প্রদান করা হবে যেটি দিয়ে ফি পরিশোধ করা হয়েছিল (ব্যাংক/গেটওয়ে চার্জ প্রযোজ্য হতে পারে)।

অতিরিক্ত নির্দেশনা

  • কোর্স শুরু হওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে রিফান্ড সাধারণত প্রযোজ্য নয়।
  • eGuru Academy যেকোনো সময় রিফান্ড নীতিমালা পরিবর্তন/আপডেট করতে পারে; নতুন নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে।

যোগাযোগ করুন:
রিফান্ড সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা সহায়তার জন্য ইমেইল করুন — support@eguru.it.com

শেষ হালনাগাদ: অক্টোবর ২০২৫

logo3

ভবিষ্যতের দক্ষতা গড়ে তুলুন, ই–গুরু একাডেমির সঙ্গে।

Facebook Instagram Youtube Whatsapp

কুইক লিঙ্ক

  • সকল কোর্স
  • সার্ভিস
  • আপকামিং ফ্রি ওয়েবইনার
  • ব্লগ

যোগাযোগ

  • +880 1313264823
  • support@egurubd.com
  • House-8, Road-21, Sector-10, Uttara, Dhaka-1230

কোম্পানি

  • যোগাযোগ
  • রিফান্ড পলিসি
  • টার্মস এন্ড কন্ডিশন
  • প্রাইভেসী পলিসি
Copyright 2026 Eguru Academy | Developed By Editory. All Rights Reserved
EGuru AcademyEGuru Academy
Sign inSign up

Sign in

Don’t have an account? Sign up
Lost your password?

Sign up

Already have an account? Sign in